রবিবার, ২৪ জুন, ২০১২

ভাইরাস কি আপনার হার্ডওয়া্রের ক্ষতি করে?

পনি কম্পিউটার ব্যাবহার করছেন অথছ কখনো ভাইরাসে আক্রান্ত ‍হননি এমনটা সম্ভব নয়।অনেকবার আপনার বিভিন্ন সফট্ওয়ার পূনরায় ইনস্টল দিতে হয়েছে । আবার অনেকসময় আপনার কম্পিউটার স্লো হয়ে গিয়েছে এমনকি আপনার উইন্ডোজ পূনরায় ইনস্টল দিতে হয়েছে অথবা এরপর ও কাজ হয়নি আপনাকে আপনার হার্ডডিস্কের পাটির্সন ভেঙ্গে পূণরায় দিতে হয়েছে। এগুলো তো গেল আপনার সফট্ওয়ার সংক্রান্ত সমস্যা এবার আসুন আমরা আলোচনা করি ভাইরাস আপনার হার্ডওয়ারের ক্ষতি করে কিনা? : ভাইরাস এক্সপার্টরা বলেন হ্যা !!!! ভাইরাস আপনার কম্পিউটারের ও ক্ষতি করতে পারে। এবার জেনে নিই কিভাবে?


কিছু বিশেষ ধরনের ভাইরাস আছে যেগুলো আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে আক্রান্ত করে এর ইচ্ছামত ব্যাবহার করতে পারে ।সাধারনত এগুলো লিখা হয়  Assembly Language ফরমেটে।এ ভাষাটিতে কম্পিউটারের বিট লেভেল পর্যন্ত ইন্টারফেস করতে পারে।আপনি নিশ্চয় HOAX ,Chernobyl virus ভাইরাসের নাম শুনেছেন।এই Chernobyl virus আপনার BIOS কে আক্রমণ করে সিস্টেম ক্র্যাশ করতে খুবই পটূ। কিছু ভাইরাস আপনার কি বোর্ড এর কানেকশন ডিসয়্যাবল করে দেয়।আপনার মনিটর ও আক্রান্ত হতে পারে।আপনার র‌্যামের উপড় অতিরিক্ত চাপ ফেলে এর সমূহ ক্ষতি করতে পারে।তাই এসব কিছুর সহজ সমাধান হলো ‍একটি এন্টি ভাইরাস সফট্ওয়ার ব্যাবহার। সবাই ভাল থাকবেন।

এন্টি ভাইরাস ফ্রি ভার্সন নাকি পেইড ভার্সন?

পনি আপনার সখের কম্পিউটারের সুরক্ষা নিয়ে চিন্তিত। আপনার ব্যাক্তিত্বের প্রশ্নে আপনি আপোশহীন।গোপনিয়তার প্রশ্নে আপনি কোন তর্কে যেতে চাননা । এখন আপনি আপনার কম্পিউটারের জন্য একটি এন্টি ভাইরাস ব্যাবহার করতে চান।  বাজারে আপনি দু ধরনের এন্টি ভাইরাস সফট্ওয়ার পাবেন ফ্রি ভার্সন ও পেইড ভার্সন। বাংলাদেশের যে কোন মার্কেটে আপনি মাত্র ৮০০ থেকে ১০০০ টাকায় পেইড ভার্সনগুলো পাবেন এরমধ্যে kaspersky, Eskan ,Panda, Norton প্রভৃতি উল্লেখযোগ্য । এখন জেনে নিন ফ্রি ভার্সন ও পেইড ভার্সনের মধ্যে পার্থক্য:
১.টেকনিকাল সাপোর্ট :আপনি যদি পেইড ভার্সনের গ্রাহক হয়ে থাকেন তবে কোম্পানি আপনাকে টেকনিকাল সাপোর্ট দেবে । উদাহরন স্বরুপ বলা যায় avast anti virus যা আপনাকে টেলিফোন এবং  E Mail এর মাধ্যমে আপনাকে সাপোর্ট দেবে।
২.স্ক্যানিং ক্ষমতা : পেইড ভার্সন আপনার ভিজিট  ও ডাউনলোড এর সময় ‍Malware   অটোস্ক্যান করে আপনাকে দিবে সর্বোচ্চ সিকিউরিটি যা ফ্রি ভার্সনের ক্ষেত্রে অনুপস্হিত। অন্যদিকে ফ্রি ভার্সনের ক্ষেত্রে আপনার কম্পিউটারের প্রয়োজনীয়  .exe /.doc ফাইল মুছে ফেললে অবাক হবার কিছু নেই ।
৩. বিভিন্ন টুলস্ : পেইড ভার্সন এ আপনি পাবেন বিভিন্ন ধরনের টুলস যেমন : E mail স্ক্যানিং ,IMস্ক্যানিং, Spsm bloking  ইত্যাদি।
৪.ফায়ারওয়াল :আপনি আপনার ফ্রি ভার্সনটিতে বেশিরভাগ ক্ষেত্রে firewall পাবেন না ।এটি Windows এর ফায়ারওয়াল ব্যাবহার করে থাকে অপরদিকে পেইড ভার্সন আপনাকে দেবে সম্পুর্ণ নিজস্ব Firewall .

৫.সময় বাচায় :পেইড এন্টি ভাইরাস আপনার ‍স্ক্যানিং এর ক্ষেত্রে  আপনাকে দেবে কম সময়ে ‍স্ক্যানিং এর সুবিধা। শতকরা ২০% সময় বাঁচাবে পেইড ভার্সন।

রবিবার, ১৭ জুন, ২০১২

ANTI VIRUS...WHY?

Are all the data of your PC/laptop/i pad important?
Is your PC/laptop virus protected?


If your answer is "yes" so, best wishes for you.but if your answer is "no" then this article is for you. 



There are minimum 1million virus around you that can damage your important data,Now answer me how much virus do you have? It's 10, 1000 or 10000.Perhaps, it is unknown to you.It's known to you that some people earn money by selling their anti virus.And the most interesting thing is some special people earn huge money by selling  virus software.so, why and how? because they steal impotent data by virus software.And it can come to you by plugging any usb/flash drive or inserting cd/dvd/blue rays or browsing internet or downloading email attachments.These devises are not avoidable at all.A computer virus can do millions of dollars damages in a few second.You must have heard about I love you virus.it has affected up to 50 million computers.I am referring here 10 most devastating virus name those has created a cyber earthquake in computer world are:

1.stuxnet
2.conficker 3.Zeus

4.agent.btz 5.poison ivy 6.I Love you
7.code red 8.slammer 9.fizzer 10.my doom

Who knows,what's the next? and how much damage it will do? And may be you are the most affected.
so.better you should have an anti virus software as a mother of your devise who will take care of your devise.  


Who knows,what's the next? and how much damage it will do? And may be you are the most affected.
so.better you should have an anti virus software as a mother of your devise who will take care of your devise.  



Who knows,what's the next? and how much damage it will do? And may be you are the most affected.
so.better you should have an anti virus software as a mother of your devise who will take care of your devise. 

শুক্রবার, ১৫ জুন, ২০১২

আপনার সীমিত কনফিগারেশনের কম্পিউটারের জন্য কি এন্টি ভাইরাস খুঁজছেন?


RISING ANTIVIRUS
পনার কম্পিউটার বিভিন্ন সময় নানা সমস্যায় আক্রান্ত হয়? আবার এন্টি ভাইরাস ব্যাবহারে কম্পিউটার স্লো হয়ে যায় ? আপনি চাইলে ও বিভিন্ন বেশি ভারি  এন্টি ভাইরাস ব্যবহার করতে পারেন না ? আপনার এ সবগুলো সমস্যার সমাধান করবে  RISING ANTIVIRUS    । এর মেগাবাইট  দিয়ে যদি আপনি এর গুণগত মান যাচাই করতে চান তবে আপনি ভূল করবেন । এটি একইসঙ্গে আপনার উইন্ডোজ এবং ইন্টারনেট সিকিউরিটি দেবে সমানভাবে । সুতরাং আজই ব্যাবহার করুন ।আর ও একটি কথা ,আপনার WINDOWS FIREWALL টি অবশ্যই অন রাখবেন।






ডাউনলোড করতে চাইলে   http://www.scanwith.com/download_soft.php?d=2077&s=1231
দয়াকরে একটা থ্যাঙ্কস দিতে ভুলবেন না